thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

লাঞ্ছিত ফুটবলার তকলিস

২০১৩ ডিসেম্বর ১৯ ১৬:৪০:৪৮
লাঞ্ছিত ফুটবলার তকলিস

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিশ্বকাপ ট্রফি দেখতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন জাতীয় দল ও শেখ জামালের ফুটবলার তকলিস আহমেদ। ট্রফি প্রদর্শনীর দ্বিতীয় দিনে নিরাপত্তাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার ছিল বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি প্রদর্শণীর শেষ দিন। শুধু কি ফুটবলার, নিরাপত্তাকর্মীদের হাতে হোটেল র‌্যাডিসনে লাঞ্ছিত হয়েছেন অনেক মিডিয়ার প্রতিনিধিও। এ ব্যাপারে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক আবদুল হান্নান বলেছেন, ‘পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়েছে নিরাপত্তাকর্মীরা। তারা আমাকে বেশ কয়েকবার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। শুধু আমার সঙ্গেই নয়; আরো কয়েকজন ফটোগ্রাফারের সঙ্গেও একই আচরণ করেছে তারা।’

ট্রফি প্রদর্শনীর শেষ দিনে জাতীয় দলের অন্যান্য সদস্যদের সঙ্গে র‌্যাডিসনে ট্রফি দেখতে গিয়েছিলেন তকলিস। ব্যক্তিগত কারণে এ ফুটবলার বাইরে গেলে তাকে আর ঢুকতে দেয়া হয়নি। পরিচয় দিয়েও কাজ হয়নি। এমনকি তাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন নিরাপত্তাকর্মীরা। ঘটনার প্রায় ২০ মিনিট পর বাফুফে কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়েছে। এ ব্যাপারে তকলিস বলেছেন, ‘আমি জাতীয় দলের একজন ফুটবলার। অথচ আমাকেই তারা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।’

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল। তিনি বলেছেন, ‘নিরাপত্তাকর্মীদের এমন আচরণ আমরা আশা করিনি। শুনেছি তকলিসকে ট্রফির কাছে নিতে গিয়ে আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপুও লাঞ্ছিত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘ঘটনাটি দুঃখজনক। অনেক দর্শকের চাপ ছিল শেষ দিনে। সেখানে জাতীয় দলের জার্সি পরিহিত একজন খেলোয়াড়ের সঙ্গে নিরাপত্তাকর্মীদের এমন আচরণ করা ঠিক হয়নি। পরে অবশ্য তারা ক্ষমা চেয়েছে। হোটেল কর্তৃপক্ষও ক্ষমা চেয়েছে।’

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/এএস/নূরু/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর