thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

‘বিচার বিভাগ নিয়ে না জেনে কথা বলা হস্তক্ষেপের শামিল’

২০১৩ ডিসেম্বর ১৯ ১৬:৪২:৪৫
‘বিচার বিভাগ নিয়ে না জেনে কথা বলা হস্তক্ষেপের শামিল’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের সুপ্রিমকোর্টের রায় বিশ্বের অন্য দেশের রায়ের সমপর্যায়ের। সুতরাং এ বিচার বিভাগের বিষয়ে না জেনে কথা বলা দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল।

নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর বিষয়ে পাকিস্তান সংসদে প্রস্তাবের নিন্দা জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তাদের বক্তব্য অন্যায়, অগ্রহণযোগ্য, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং আন্তর্জাতিক রীতিনীতির বর খেলাপ।’

তিনি বলেন, ‘সব ধরনের আইনি সুযোগ সুবিধা দিয়ে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়েছে। এরপরও যারা এ নিয়ে মন্তব্য করছেন তাদের বক্তব্য আন্তর্জাতিক আইন পরিপন্থী। তাদের এ বক্তব্যে আমরা জোরালো প্রতিবাদ জানাচ্ছি।’

‘অনেকে আমাদের সংবিধান এবং আইন না জেনে অযাচিতভাবে বক্তব্য দিয়েছেন। তাদের এ ধরনের বক্তব্য স্বাধীন বিচারবিভাগের ওপর আঘাত’ যোগ করেন অ্যাটর্নি জেনারেল।

পাকিস্তানের এ মন্তব্যের প্রতিবাদে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।’

তিনি বলেন, ‘পাকিস্তান ১৯৭১ সালে যেমন হিংস্র ছিল, রায় কার্যকরের পর তাদের মন্তব্য সেই হিংস্রতারই বহিঃপ্র্রকাশ ঘটিয়েছে। এর মাধ্যমেই প্রমাণিত হয় যে, কাদের মোল্লা তাদের দোসর এবং যুদ্ধাপরাধী ছিল।’

অ্যাটর্নি জেনারেল আশা প্রকাশ করে বলেন, ‘পাকিস্তানের নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জেনে তাদের এ কার্যক্রম রুখে দেবে।’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কাদের মোল্লার রায়ের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় এবং ভিত্তিহীন বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমানসহ ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসএ/এমসি/এনডিএস/নূরু/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর