thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ক্লাব বিশ্বকাপের ফাইনালে কাসাব্ল্যাঙ্কা

২০১৩ ডিসেম্বর ১৯ ১৬:৪৭:০৯
ক্লাব বিশ্বকাপের ফাইনালে কাসাব্ল্যাঙ্কা

দ্য রিপোর্ট ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে আফ্রিকার ক্লাব রাজা কাসাব্ল্যাঙ্কা। মৌতুয়ালির জোড়া গোলে তারা ৩-১ ব্যবধানে হারিয়েছে রোনালদিনহোর ক্লাব অ্যাথলেটিকো মিনেইরোকে।

খেলার প্রথমার্ধে শক্তিশালী প্রতিপক্ষ ব্রাজিল তারকা রোনালদিনহোর দল অ্যাথলেটিকোর সঙ্গে সমান তালে লড়াই করেছে কাসাব্ল্যাঙ্কা। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেছেন স্ট্রাইকার মৌকিন ইয়াজর। ১২ মিনিট পরই দলকে সমতায় ফিরিয়েছেন রোনালদিনহো।

৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মরক্কোর ক্লাবকে এগিয়ে দিয়েছেন মহশিন মৌতুয়ালি। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও গোল পায়নি মিনেইরো। তবে পাল্টা আক্রমণ থেকে শেষবারের মতো ব্রাজিল ক্লাবটির জাল কাঁপিয়েছেন মৌতুয়ালি।

এর মধ্যদিয়ে ২০১০ সালের পর দ্বিতীয় আফ্রিকান দল হিসেবে প্রতিযোগিতার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে কাসাব্ল্যাঙ্কা।

(দ্য রিপোর্ট/এমআই/সিজি/নূরু/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর