thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ব্যাংকিং চুক্তিতে সম্মত ইউরোজোনের অর্থমন্ত্রীরা

২০১৩ ডিসেম্বর ১৯ ১৭:০০:২৩
ব্যাংকিং চুক্তিতে সম্মত ইউরোজোনের অর্থমন্ত্রীরা

দ্য রিপোর্ট ডেস্ক : অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত ব্যাংকিং চুক্তিতে সম্মত হয়েছে ইউরোজোনের অর্থমন্ত্রীরা। ইউরোপীয় ইউনিয়নের দুর্বল ব্যাংকগুলোর দেউলিয়াত্ব মোকাবেলায় এই চুক্তি সম্পাদিত হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এই চুক্তি অনুযায়ী পরবর্তী ১০ বছরে ই্উরোপের ব্যাংকগুলোর অর্থায়নে এ অঞ্চলের জন্য ৫৫ বিলিয়ন ইউরোর একটি তহবিল গড়ে তোলা হবে। এ লক্ষ্যে নতুন একটি সংস্থাও গড়ে তোলা হবে। ওই সংস্থাই সিদ্ধান্ত নেবে কিভাবে দেউলিয়া ব্যাংকগুলোকে ফের লাভবান করা যায়। এই চুক্তির ফলে ভবিষ্যতে ব্যাংক বাঁচাতে আর করদাতাদের দ্বারস্থ হতে হবে না।

ইউরোজোনের জন্য নতুন একটি ব্যাংকিং ইউনিয়ন গড়ে তোলার প্রথম পদক্ষেপ হলো এই চুক্তি। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর