thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

শনিবার ভোর থেকে ফের ৮৩ ঘণ্টার অবরোধ

২০১৩ ডিসেম্বর ১৯ ১৭:০৭:১০ ২০১৩ ডিসেম্বর ২০ ০৮:০০:০০
শনিবার ভোর থেকে ফের ৮৩ ঘণ্টার অবরোধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী দশম জাতীয় সংসদ নিবার্চনের ঘোষিত তফসিল স্থগিত ও নির্দলীয় সরকারের দাবিতে এবার ৮৩ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে ১৮ দলের ডাকা চতুর্থ দফার ৭২ ঘণ্টা অবরোধের শেষ দিনের চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।

নজরুল ইসলাম খান বলেন, ২১ ডিসেম্বর শনিবার ভোর ৬টা থেকে ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সারাদেশে অবিরাম রাজপথ, রেলপথ ও নৌপথ শন্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’। দিনটি বিবেচনায় এনে ২৪ ডিসেম্বর পর্যন্ত অবরোধ কর্মসূচি দেয়া হয়েছে। তবে ২১ ডিসেম্বর শনিবার অবরোধ চলাকালে জাতীয় টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত জাতিসংঘ এবং স্বাস্থ্য বিভাগের যানবাহন, সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

উল্লেখ্য, ১৮ দলের চতুর্থ দফা অবরোধ শুরু হয় মঙ্গলবার ভোর ৬টা থেকে। কর্মসূচি শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আসাদুজ্জামান রিপন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমুখ।

(দ্য রিপোর্ট /এমএইচ/এমএআর/জেএম/রাসেল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর