thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চাঁদপুরে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

২০১৩ ডিসেম্বর ১৯ ১৭:১২:৫৬
চাঁদপুরে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নের চেঙ্গাতলী বাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন নাসিরকোর্ট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ছাত্রলীগ সভাপতি রাজন বেপারী, ওয়ার্ড যুবদলের সভাপতি এমদাদ, ছাত্রলীগকর্মী সাগর ও ইউছুফ পাটওয়ারী। এছাড়া সংঘর্ষের ঘটনায় যুবদলের ছোটন ও রনি মোল্লা আহত হয়।

গুরুতর আহত অবস্থায় হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসির কোর্ট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ছাত্রলীগ সভাপতি রাজন বেপারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ চলাকালে চেঙ্গাতলী বাজার থেকে এক রোগী সিএনজি যোগে যাত্রাকালে অবরোধকারী বিএনপি কর্মীরা প্রথমে সিএনজিটি ভাঙচুর করে। পরে ছাত্রলীগ কর্মীরা প্রতিবাদ করতে এলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোঃ শাহ আলম সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমবি/এপি/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর