thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

সাতক্ষীরায় সেনা মোতায়েন নয়, শীতকালীন মহড়া

২০১৩ ডিসেম্বর ১৯ ১৭:১৪:৫০
সাতক্ষীরায় সেনা মোতায়েন নয়, শীতকালীন মহড়া

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘আইনশৃঙ্খলা রক্ষায় সাতক্ষীরায় সেনা মোতায়েন হয়নি। সেখানে শীতকালীন মহড়া দিচ্ছে সেনা সদস্যরা। এ কারণে কয়েকটি টহল গাড়ি দেখা গেছে। যেসব গণমাধ্যম সেনা মোতায়েনের সংবাদ প্রকাশ করেছে- তারা জাতিকে ভুল তথ্য দিচ্ছেন।’

এ কথাগুলো বলেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক শাহিনুল ইসলাম।

সাতক্ষীরায় সেনা মোতায়েন প্রসঙ্গে ফোনালাপে তিনি দ্য রিপোর্টকে বলেন, ‘বিভিন্ন স্থানে সেনা সদস্যদের শীতকালীন মহড়া চলছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় সেনা সদস্যরা গেছে। বিভিন্ন স্থানে সেনা সদস্যদের যানবাহন চলাচল করছে। এটা নিরাপত্তার দায়িত্বের কোনো টহল নয়।’

আইএসপিআরের পরিচালক বলেন, ‘এ সংবাদ প্রকাশের আগে সেনা সদস্য বা আইএসপিআরের কারো সঙ্গে গণমাধ্যম কর্মীদের আলাচনা হয়নি। তারা নিজেদের ধারণা থেকে সংবাদ প্রকাশ করেছে।’

উল্লেখ্য, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল স্থানীয় সূত্রের বরাদ দিয়ে বৃহস্পতিবার সাতক্ষীরায় সেনা মোতায়েনের সংবাদ প্রকাশ করেছে। সাতক্ষীরায় সাম্প্রতিক যৌথ বাহিনীর সঙ্গে জামায়াত–বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে। এতে কয়েক জন নিহত হন।

এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার জানান, সাতক্ষীরায় সেনাবহিনীর একটি অগ্রবর্তী দল এসেছে। শীতকালীন মহড়ার অংশ হিসেবে তারা সাতক্ষীরায় আসছেন। তারা সাতক্ষীরা স্টেডিয়ামসহ আরও দু’একটি জায়গা পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে যশোর সেনা নিবাস থেকে তারা সাতক্ষীরায় আসেন। ২২ ডিসেম্বর সেনাবাহিনীর বাকি সদস্যরা সাতক্ষীরায় আসবেন বলেও জানান জেলা প্রশাসক।

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে, শুক্রবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সব জেলা প্রশাসক ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে জেলা প্রশাসকরা তাদের চাহিদার কথা জানানোর পর সেনাবাহিনী মাঠে থাকবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/কেজেএন-এমআর/এনডিএস/নূরুল/ডিসেম্বর ১৯,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর