thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

ঢাকা চেম্বারের উদ্যোক্তা তৈরি প্রকল্পের চেয়ারম্যান সবুর খান

২০১৩ ডিসেম্বর ১৯ ১৭:৫৭:৩১
ঢাকা চেম্বারের উদ্যোক্তা তৈরি প্রকল্পের চেয়ারম্যান সবুর খান

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা চেম্বারের ‘২০০০ নতুন উদ্যোক্তা তৈরি’ প্রকল্পের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সবুর খান। চেম্বারের পরিচালনা পর্ষদের ৮ম সভায় সদ্য বিদায়ী সভাপতি সবুর খানকে উদ্যোক্তা তৈরি প্রকল্পের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, দেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্যোক্তা তৈরির জন্য গত ২৫ মে এ প্রকল্প গ্রহণ করে ঢাকা চেম্বার। কার্যক্রমের মূল লক্ষ্য ২০০০ নতুন উদ্যোক্তা তৈরি, তাদের উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের শিল্পোন্নায়নে ইতিবাচক ভূমিকা রাখা।

এছাড়া এর মাধ্যমে উদ্যোক্তাদের জন্য এমন একটি প্লাটফর্ম তৈরি করা, যেখানে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠবে এবং ব্যবসা সম্পর্কিত বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা সহজ হবে।

(দ্য রিপোর্ট/এআই/এইচকে/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর