thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

জানুয়ারিতে শাকিরার নতুন গান

২০১৩ ডিসেম্বর ১৯ ১৮:১১:৪৪
জানুয়ারিতে শাকিরার নতুন গান

দ্য রিপোর্ট ডেস্ক : শাকিরার নতুন অ্যালবামের প্রথম সিঙ্গেলটি মুক্তি পাচ্ছে ২০১৪ সালের জানুয়ারিতে। তবে গান ও অ্যালবামের শিরোনাম প্রকাশ করা হয়নি। খবর বিলবোর্ড.কমের।

৩৬ বছর বয়সী জনপ্রিয় এই পপ গায়িকার ‘সেল অব সল’ শিরোনামের সর্বশেষ অ্যালবামটি প্রকাশ পায় ২০১০ সালে। ওই অ্যালবামটি উৎসর্গ করেন তার সঙ্গী ও ছেলে মিলানের বাবা স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকে’কে।

সম্প্রতি এক টুইটার বার্তায় শাকিরা নতুন একটি মিউজিক ভিডিও চিত্রায়নের কথা নিশ্চিত করেছেন। ভিডিওটি প্রসঙ্গে বলেন, জোসেফ কানের পরিচালনায় আমার প্রথম সিঙ্গেলের ভিডিও ধারণের কাজ মাত্র শেষ করলাম।

এই অ্যালবামের মাধ্যমে শাকিরা প্রথমবারের মতো রেকর্ডিং কোম্পানি সনির সঙ্গে কাজ করছেন।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/জেএম/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর