thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাবিতে ককটেল বিস্ফোরণে স্কুলছাত্র আহত

২০১৩ ডিসেম্বর ১৯ ১৮:২৪:২৯

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুর্বৃত্তের ছোড়া ককটেলের আঘাতে এক স্কুলছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের তুঁতবাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত ছাত্রের নাম রাহি (১৪)। সে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।

মতিহার থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, কিভাবে ঘটনাটি ঘটলো তা এখনও জানা যায়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এমএএ/এফএস/জেএম/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর