thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মাদারীপুরে আ’লীগ নেতার হাত-পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা

২০১৩ ডিসেম্বর ১৯ ১৮:২৭:০১
মাদারীপুরে আ’লীগ নেতার হাত-পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন তালুকদারের (৫০) হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

শওকতের ছোট ভাই বাতেন তালুকদার জানান, ‘বুধবার রাতে দক্ষিণ রমজানপুর তালুকাদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। গ্রামবাসী তাকে উদ্ধার করে প্রাথমিক অবস্থায় গৌরনদীর আশুকাঠি হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ সবুজ বেপারীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আমরা সবুজ বেপারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।’

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এসএইচটি/এপি/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর