thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ

২০১৩ ডিসেম্বর ১৯ ১৮:৩৪:০০
পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার পাকিস্তান হাইকমিশন ঘেরাওকালে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একইসঙ্গে সংগঠনটি শুক্রবার সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেন্টারে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এসএম শুভ এ কর্মসূচি ঘোষণা করেন। শুক্রবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু স্মারক ভাস্কর্যে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করা হবে।

এসএম শুভ বলেন, যেখানে সরকারের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সেখানে সরকারের পুলিশবাহিনী গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের উপর হামলা করে প্রমাণ করেছে পুলিশের মধ্যে পাকিস্তানের চর লুকিয়ে আছে। একইসঙ্গে তিনি হামলাকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

(দ্য রিপোর্ট/এএইচএস/এপি/জেএম/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর