thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

পঞ্চগড়ে ৩ কেজি বেগুন ১০ টাকা!

২০১৩ ডিসেম্বর ১৯ ১৯:১৭:৩৭
পঞ্চগড়ে ৩ কেজি বেগুন ১০ টাকা!

পঞ্চগড় সংবাদদাতা : হরতাল-অবরোধের কারণে পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামগঞ্জে বেগুনসহ বিভিন্ন সবজির দাম অস্বাভাবিক কমে গেছে। এখন ১০ টাকায় মিলছে ৩ কেজি বেগুন।

অস্বাভাবিক হারে সবজির দাম কমে যাওয়ায় চাষীদেরকে মোটা অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, টানা অবরোধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকার না আসা ও পরিবহন সংকটে সময়মত সবজি বিক্রি করতে না পারার কারণে অনেকের উৎপাদিত সবজি ক্ষেতেই নষ্ট হচ্ছে। তাই পানির দরে বিক্রি হচ্ছে সবজি।

জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর, সারিয়ালজোতসহ বিভিন্ন এলাকায় খবর নিয়ে জানা যায়, পাইকাররা ক্ষেত থেকে ২-৩ টাকা কেজি দরে বেগুন ক্রয় করছেন। এসব বেগুন খুচরা ব্যবসায়ীরা ৫টাকা দরে বিক্রি করছেন। ফলে সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ বাদ দিয়ে কেজি প্রতি বেগুনে কৃষককে লোকসান গুনতে হচ্ছে ৩-৪ টাকা। অন্যান্য সবজিতেও একই অবস্থা বলে কৃষকরা জানান।

(দ্য রিপোর্ট/এলআর/এপি/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর