thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

নতুন ৫ জীবন বিমা কোম্পানির অনুমোদন

২০১৩ ডিসেম্বর ১৯ ১৯:৩০:৫০
নতুন ৫ জীবন বিমা কোম্পানির অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকারের নির্দেশে নতুন আরও পাঁচ জীবন বিমা কোম্পানির চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)। বৃহস্পতিবার সংস্থাটির সমন্বয় সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে আইডিআরএ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

অনুমোদন পাওয়া বিমা কোম্পানিগুলো হলো- স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ, আলফা ইসলামী লাইফ, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স ও যমুনা লাইফ ইন্স্যুরেন্স।

এ বিষয়ে আইডিআরএ সদস্য নব গোপাল বণিক সাংবাদিকদের জানান, সমন্বয় সভায় নতুন পাঁচটি জীবন বিমা কোম্পানির অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিগুলোর চেয়ারম্যান বরাবর এ বিষয়ে আইডিআরএর পক্ষ থেকে চিঠি পাঠানো হবে।

রাজনৈতিক বিবেচনায় বেশিরভাগ বিমা কোম্পানির অনুমোদন দেওয়া হয়েছে বলে বিমা সংশ্লিষ্টদের অভিমত। আর অনুমোদিত পাঁচ কোম্পানির উদ্যোক্তারা সবাই আওয়ামী লীগের সংসদ সদস্য ও প্রভাবশালী নেতা।

এর আগে গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঁচটি নতুন বিমা কোম্পানির আবেদন অনুমোদনের জন্য আইডিআরএকে নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার আইডিআরএ সমন্বয় সভার আয়োজন করে। সভায় বিমা কোম্পানিগুলোর নথিপত্র যাচাই বাছাই করা হয়। বাছাই প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার নতুন বিমা কোম্পানির চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবারের পাঁচটিসহ চলতি বছর ১৬টি নতুন বিমা কোম্পানির অনুমোদন দিয়েছে আইডিআরএ।

(দ্য রিপোর্ট/এনটি/এইচকে/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর