thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নাশকতা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা আহ্বান

২০১৩ ডিসেম্বর ১৯ ১৮:৫৩:২১
নাশকতা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধে নাশকতা ঠেকাতে দেশবাসীর কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

সরকারের এ কার্যক্রমে সহযোগিতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইনশৃঙ্খলা রক্ষা সমন্বয় সেল’ও গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম এবং দশম জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে দুষ্কৃতকারীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি চেষ্টা করছে। অযৌক্তিক হরতাল ও অবরোধের নামে রাস্তা অবরোধ, রেললাইনের ফিশপ্লেট উত্তোলন, অগ্নিসংযোগ, স্লিপার খুলে ফেলার কারণে যান চলাচল ও রফতানি পণ্য পরিবহন সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। জনমনে স্বস্তি, যান চলাচল ও রফতানি পণ্য পরিবহন স্বাভাবিককরণে সন্ত্রাস ও নাশকতায় লিপ্ত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।’

এতে আরও বলা হয়, ‘যে সকল দুষ্কৃতকারী খুন, জখম, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে বা নাশকতার পরিকল্পনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সহায়তা ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত ও জননিরাপত্তা রক্ষার্থে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সকলকে অনুরোধ করা যাচ্ছে।’

সরকারের এ কার্যক্রমে সহযোগিতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১৩ নম্বর কক্ষে ‘আইনশৃঙ্খলা রক্ষা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। সমন্বয় সেলে যোগাযোগের জন্য ফোন- ৯৫৭৩৮০২ ও ফ্যাক্স ৯৫৭৪৫২৮। একই সঙ্গে তদন্তপূর্বক দ্রুত সেসব চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/কেজেএন/জেএম/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর