thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘কাজী ফিরোজ উদ্বাস্তু, জাপা নির্বাচনে যাচ্ছে না’

২০১৩ ডিসেম্বর ১৯ ২০:০২:৪৮
‘কাজী ফিরোজ উদ্বাস্তু, জাপা নির্বাচনে যাচ্ছে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : এরশাদ নির্বাচনে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে কাজী ফিরোজ রশিদ যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জাপা নির্বাচনে যাচ্ছে না। কাজী ফিরোজ উদ্বাস্তু, তার কথা জাপার কথা নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান ও আহসান হাবিব লিঙ্কন।

বৃহস্পতিবার বিকেলে দ্য রিপোর্টের প্রতিবেদককে ফোন করে জাতীয় পার্টির অবস্থান সম্পর্কে এ মন্তব্য করেন জাপার দুই নেতা।

অধ্যাপক দেলোয়ার হোসেন খান বলেন, জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে না। কিছু ব্যক্তি যারা বলছে জাপা নির্বাচনে যাবে তাদের সঙ্গে জাপা ও এরশাদের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, ‘পার্টির চেয়ারম্যান লিখিতভাবে জাতীয় পার্টি পরিচালনা করার জন্য জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে দায়িত্ব দিয়েছেন। তাই কাজী ফিরোজ, লিয়াকত হোসেন খোকার কথা জাপার কথা হতে পারে না। তারা জাতীয় পার্টির সিনিয়র কোনো নেতাও নন। তারা জীবনে একবারও সংসদ সদস্য হতে পারেননি। এবার সংসদ সদস্য হওয়ার জন্য তারা এসব নাটক করছেন।’

জাপার আরেক প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন দ্য রিপোর্টকে বলেন, ‘কাজী ফিরোজ রশিদ এ পর্যন্ত চারবার জাপা ছেড়ে গেছেন। এবারও তিনি হয়তো চলে যাবেন। তার কথা জাপার কথা নয়। যেখানে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাপা নির্বাচনে যাবে না। সেখানে তিনি তো কিছু বলতে পারেন না। তার সে এখতিয়ার নেই।’

তিনি আরো জানান, ‘কাজী ফিরোজ রাজনৈতিকভাবে উদ্বাস্তু। তার নিজের কোনো নির্বাচনী আসন পর্যন্ত নেই। তার বাড়ি গোপালগঞ্জ। সরকারের সঙ্গে তার গোপন যোগোযোগ আগেও ছিল, এখনও আছে। তাই তার কথা কখনোই জাপার কথা হতে পারে না। জাপার পক্ষে কথা বলার জন্য পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের ও মহাসচিব রুহুল আমীন হাওলাদার আছেন। তারা যা বলবেন, তাই পার্টির অবস্থান হবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার ফরাশগঞ্জে জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ দাবি করেন, এরশাদের নির্দেশেই জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে। আর দুপুরে গুলশানে রওশন এরশাদের বাসভবনের নিচে জাপার যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকাও একই দাবি করেন।

(দ্য রিপোর্ট/এসএ/এপি/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর