thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

শ্রীবরদীতে এক নারীর লাশ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ১৯ ২০:১৪:৩৬
শ্রীবরদীতে এক নারীর লাশ উদ্ধার

শেরপুর সংবাদদাতা : জেলার শ্রীবরদী সীমান্তের হালুহাটি গ্রাম থেকে বুধবার রাতে সুবেদা বেগমের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শেরপুর পৌর শহরের চকপাঠক এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।

এলাকাবাসী জানান, তিনদিন আগে সুবেদা নিজ বাসা থেকে হালুহাটি গ্রামে তার মামা লাল মিয়ার বাড়িতে বেড়াতে যান। বুধবার সন্ধ্যায় রহস্যজনক কারণে সে ঘরের সিলিংয়ের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শ্রীবরদী থানার এসআই জাহাঙ্গির আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, সুবেদা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন।

(দ্য রিপোর্ট/এসএম/এইচএস/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর