thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৪ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

বড়দিনের ছুটিতে যাচ্ছেন রেনে

২০১৩ ডিসেম্বর ১৯ ২০:৩৪:২১
বড়দিনের ছুটিতে যাচ্ছেন রেনে

দ্য রিপোর্ট প্রতিবেদক : বড় দিনের ছুটি কাটাতে বুধবার বাংলাদেশ ছেড়েছেন জাতীয় ফুটবল দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। শুক্রবার দেশ ছাড়ছেন তার সহকারী রেনে কোস্টারও। তবে রেনের দেশে ফেরার কারণ হিসেবে ‘অযথাই’ বিরাজমান রাজনৈতিক অস্থিরতায় কথা বলেছেন। বৃহস্পতিবার জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপ ট্রফি দেখতে এসে এমন আভাসই দিয়েছেন তিনি।

গুঞ্জন উঠেছে, এই ২ কোচ আর বাংলাদেশে ফিরবেন না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, ক্রুইফ ২ মাসের এবং রেনের ৩ মাসের বেতন আটকা পড়ে গেছে বাফুফের কাছে। যদিও ওই গুঞ্জন উড়িয়ে দিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘২ কোচই বড় দিনের ছুটি কাটাতে দেশে ফিরছেন। চলমান রাজনৈতিক অস্থিরতায় তারা নিরপত্তার অভাববোধ করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরেই তারা বাংলাদেশে আসতে চেয়েছেন। আমরা তাদের ছুটি মঞ্জুর করেছি।’

কোচদের বকেয়া বেতনের বিষয়ে জানতে চাইলে বাফুফের সাধারণ সম্পাদক বলেছেন, ‘কোচেদের পাওনাদি খুব শীঘ্রই মিটিয়ে দেয়া হবে। এ নিয়ে কোনো সমস্যা নেই। এখন তাদের হাতে তেমন একটা কাজ নেই। তাই ছুটি একটু বেশি হলেও কোন সমস্যা হবে না বলে মনে করছি আমরা।’

নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের আগে ১ জুলাই এই কোচদের সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে বাফুফের। চুক্তির পর ক্রুইফকে দেয়া হয়েছে জাতীয় দলের দায়িত্ব আর বাফুফের ভিশন ২০২২-এর জন্য রাখা হয়েছে রেনেকে।

(দ্য রিপোর্ট/এমএ/এএস/সিজি/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর