thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘বিএনপি-জামায়াত পাকিস্তানের অর্থপুষ্ট দল’

২০১৩ ডিসেম্বর ১৯ ২০:৪৫:১৯
‘বিএনপি-জামায়াত পাকিস্তানের অর্থপুষ্ট দল’

গোপালগঞ্জ সংবাদদাতা : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘বিএনপি-জামায়াত পাকিস্তানের ধ্যান-ধারণায় দেশ চালাতে চায়। তারা এ দেশের কোন রাজনৈতিক দল নয় বরং পাকিস্তানের অর্থপুষ্ট একটি রাজনৈতিক দল। তাদের টাকায় বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড চলে।’

গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর মাঠে বৌলতলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

জিয়াউর রহমানকে ‘হত্যাকারী’ উল্লেখ করে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘তিনি শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেননি, মুক্তিযুদ্ধের চেতনাকেও হত্যা করেছেন।’

শেখ সেলিম বলেন, যারা গোপালগঞ্জের উন্নয়ন হয়নি বলেন, তারা সঠিক বলেন না। জেলার ৮০ ভাগ জায়গায় বিদ্যুৎ দেওয়া হয়েছে। গত পাঁচ বছরে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামসহ ৪৮টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। যে সামান্য কাজ বাকি আছে আগামীতে তা ক্ষমতায় এলে বাস্তবায়িত হবে।

বৌলতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুষেন বিশ্বাসের সভাপতিত্বে অন্যানের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলী, শহর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী সিকদার চুন্নু, বৌলতলী ইউনিয়ন চেয়ারম্যান আহসান হাবীব, সাহাপুর ইউনিয়ন চেয়ারম্যান অনাদী সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/এসবিএম/এমএআর/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর