thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদ খান

২০১৩ ডিসেম্বর ১৯ ২০:৪৫:৫৯
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদ খান

দ্য রিপোর্ট প্রতিবেদক : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিশিষ্ট নাট্যভিনেতা ও নির্দেশক খালেদ খান। বৃহস্পতিবার দুপুরে তার শারীরিক অবস্থার কিছুটা ইতিবাচক দিক লক্ষ্য করে মস্তিষ্কের ইলেকট্রো এনসেফালোগ্রাফি (ইইজি) পরীক্ষা দেওয়া হয়। কিন্তু ফলাফল আশাব্যঞ্জক না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মেডিকেল বোর্ড গঠনের কথা ভাবছেন।

বৃহস্পতিবার রাত পোনে ৮টায় দ্য রিপোর্টকে একথা জানায় বারডেম (শাহবাগ)-এর আইসিইউ বিভাগ। আইসিউ-তে অবস্থানরত খালেদ খানের দীর্ঘদিনের সতীর্থ সুবচন নাট্য সংসদের দলপ্রধান আহমেদ গিয়াস জানান, অবস্থার কোনো উন্নতি নেই, লাইফ সাপোর্টে আছে।

প্রিয় মানুষ ও প্রিয় অভিনেতার এমন সংবাদে সাংস্কৃতিক অঙ্গনের পূর্ব ঘোষিত অনেক কর্মসূচি যেমন বাদ দেওয়া হয়েছে তেমনি জনপ্রিয় সামাজিক ওয়েবসাইট ফেসবুকেও স্ব স্ব ভাষায় প্রিয় মানুষটির আরোগ্য কামনা করছেন তারা। নাট্যাঙ্গনের সমৃদ্ধির জন্য খালেদ খানের বেঁচে থাকার বড় প্রয়োজন বলে অনেকে তাদের স্ট্যাটাসে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর