thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

টাটা ওপেনে ভালো শুরু জামালের

২০১৩ ডিসেম্বর ১৯ ২১:২৮:০৫
টাটা ওপেনে ভালো শুরু জামালের

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১২তম টাটা ওপেনে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের গলফার জামাল হোসেন মোল্লার। ভারতের জামশেদপুরে উদ্বোধনী রাউন্ডে পারের চেয়ে ২ শট কম খেলে যৌথভাবে ১৭তম স্থানে রয়েছেন তিনি।

জামশেদপুরের বেলদি অ্যান্ড গোলমুরি গলফ ক্লাবে আয়োজিত টুর্নামেন্টে বৃহস্পতিবার ১৮ হোলের রাউন্ডে ৩ বার্ডি ও এক বোগি করে পারের চেয়ে ২ শট কম নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছেন জামাল। প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিযোগী শাখাওয়াত হোসেন সোহেল ৩০তম এবং রেজাউল করিম রয়েছেন ১০৬তম স্থানে।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর