thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

রাজধানীতে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত ১

২০১৩ ডিসেম্বর ১৯ ২২:৫৫:০৮

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুর রোডের চন্দ্রিমা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক নারী।

ধানমন্ডি ইউনিয়ন ডেভেলপমেন্ট রিয়েল স্টেটের নিবার্হী কর্মকর্তা আহত শাহনাজ কাদির (৩৫) জানান, আমি রাত সাড়ে ৮টার দিকে রিকশা থেকে চন্দ্রিমা মার্কেটের সামনে নামি। তারপর নিউমার্কেটের দিকে হেঁটে যাওয়ার পথে একটি ককটেল সরাসরি আমার বাম হাতে বিস্ফোরিত হয়।

তবে কে বা কারা এটি নিক্ষেপ করেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

ককটেল বিস্ফোরণে শাহনাজ কাদিরের হাতসহ বাম গাল ও কানে স্প্রিন্টার বিদ্ধ হয়। আহত অবস্থায় পথচারী মাহবুব তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

ঢামেকের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

(দ্য রিপোর্ট/এসআর/ডব্লিউএস/জেএম/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর