thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

শাহজালালে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ২০ ০০:৩৮:১০
শাহজালালে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজের কনভেয়ার বেন্ট থেকে পরিত্যক্ত অবস্থায় চার কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সিঙ্গাপুর থেকে আসা টাইগার এয়ারওয়েজের (টিআর-২৬৫৬) বিমানের ফেলে যাওয়া এলইডি টেলিভিশনের বক্সে এ স্বর্ণ পাওয়া যায়।

বিমানবন্দর কাস্টমস হাউজের কমিশনার জাকিয়া সুলতানা দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শাহজালালের ক্যানিটি এলাকায় একটি টেলিভিশনের বক্স পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় কাস্টমস কর্মকর্তারা। বক্সটি পরীক্ষা করা হলে তাতে চার কেজি স্বর্ণ পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, বুধবার রাতে ক্যানিটি এলাকা থেকে সাবানের ভেতর থেকে আটশ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/এনইউপি/এমএইচও/এসকে/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর