thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দক্ষিণে সুদানে বিদ্রোহীদের দখলে বোর শহর

২০১৩ ডিসেম্বর ২০ ০১:০৩:৪৪
দক্ষিণে সুদানে বিদ্রোহীদের দখলে বোর শহর

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ সুদানের বিদ্রোহীরা দেশটি অন্যতম প্রধান শহর বোর দখলে নিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে সেখানে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চলছে। খবর বিবিসির।

সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ আগুয়ের জানান, আমাদের সৈন্যরা রিয়েক মাচারের বাহিনীর কাছে বোর শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে।

প্রেসিডেন্ট সালভা কির অভিযোগ করছেন, সাবেক ভাইস-প্রেসিডেন্ট রিয়েক মাচার সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করতে চান। তবে মাচার সে অভিযোগ অস্বীকার করছেন।

দক্ষিণ সুদানের রাজধানী জুবায় বিদ্রোহ থেকে দাঙ্গা ছড়িয়ে পড়লে দু’পক্ষের অন্তত ৫০০ সেনা নিহত হয়।

সুদান থেকে আলাদা হয়ে যাওয়ার পর দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী গড়ে ওঠে। তাদেরই একটি বোর শহর দখল করেছে বলে জানা গেছে।

এদিকে জাতিসংঘ দক্ষিণ সুদানে সম্ভাব্য গৃহযুদ্ধের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ বলছে, প্রেসিডেন্ট কিরের দিনকা জনগোষ্ঠীর সঙ্গে মাচারের নুয়ের জনগোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ শুরু হতে পারে।

মাচারকে জুলাই মাসে কির বরখাস্ত করেন। তিনি ফ্রান্সের রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর প্রতি প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এসকে/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর