thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চাঁদপুরে বিএনপির সাধারণ সম্পাদকের বাসায় অভিযান

২০১৩ ডিসেম্বর ২০ ০৩:১৩:৪০
চাঁদপুরে বিএনপির সাধারণ সম্পাদকের বাসায় অভিযান

চাঁদপুর সংবাদদাতা : জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ।

শহরের জনসেন গুপ্ত রোডের মনিরা ভবনে বৃহস্পতিবার দুপুর দেড়টায় এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

অভিযান পরিচালনার সময় সহকারী পুলিশ সুপার সৈকত শাহীন, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মোরশেদসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দ্য রিপোর্টকে জানান, আমার বাসায় কোনো আসামি থাকে না। সরকার পুলিশ বাহিনী দিয়ে এ অভিযানে প্রমাণ করেছে এ সরকার স্বৈরাচার।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, চাঁদপুরে বিভিন্ন সময়ে গাড়ি ভাঙচুর মামলার আসামিরা এখানে অবস্থান করছিল এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।

(দ্য রিপোর্ট/এমবি/এমএইচও/এসকে/লতিফ/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর