thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চাঁদপুরে আগামী সপ্তাহে জাতীয় পরিচয়পত্র বিতরণ

২০১৩ ডিসেম্বর ২০ ০৩:৩৩:৪৭
চাঁদপুরে আগামী সপ্তাহে জাতীয় পরিচয়পত্র বিতরণ

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরে আগামী সপ্তাহে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। এবার ৮০ হাজার ৭শ’ ২৬ জন নতুন জাতীয় পরিচয়পত্র পাবে।

জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান দ্য রিপোর্টকে জানান, আগামী সপ্তাহে এসব পরিচয়পত্র তথ্য সংগ্রহকারী শিক্ষকগণের মাধ্যমে বিতরণ করা হবে। এ ছাড়া জেলার শাহরাস্তি উপজেলাসহ আরো প্রায় ৫০ হাজার ভোটার আইডি কার্ড ৫ জানুয়ারির আগেই বিতরণ করা হবে।

জেলা নির্বাচনী কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৮টি উপজেলায় প্রায় ১ লাখ ৩৪ হাজার নতুন ভোটার তালিকাভুক্ত হয়। এদের মধ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দ্রুত জাতীয় পরিচয়পত্রের কাজ শুরু হয়। ইতোমধ্যে ৮০ হাজার ৭শ’ ২৬ জন নতুন ভোটারের জাতীয় পরিচয়পত্র জেলা নির্বাচন অফিসে এসে পৌঁছেছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির দ্য রিপোর্টকে জানান, জেলা নির্বাচনী কার্যালয় থেকে নতুন জাতীয় পরিচয়পত্র প্রসঙ্গে একটি চিঠি পেয়েছি। অবরোধের কারণে কিছুটা ব্যাঘাত ঘটলেও আগামী সপ্তাহে বিতরণ শুরু হবে।

প্রসঙ্গত, আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ৫ প্রার্থী নির্বাচিত হচ্ছেন।

(দ্য রিপোর্ট/এমবি/এমএইচও/এসকে/লতিফ/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর