thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

সোনালী ও রূপালী ব্যাংকে পরিচালক নিয়োগ

২০১৩ ডিসেম্বর ২০ ০৪:২৮:০৪
সোনালী ও রূপালী ব্যাংকে পরিচালক নিয়োগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকে দুজন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সোনালী ব্যাংকের পরিচালক পদে একেএম রেজাউর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে বেসিক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

রূপালী ব্যাংকের পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে ‘ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনটেন্টস বাংলাদেশ’ (আইসিএমএবি)-এর সভাপতি একেএম দেলোয়ার হোসেনকে। এর আগে তিনি ‘বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) পরিচালক ছিলেন।

দুই পরিচালককেই তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এসকে/লতিফ/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর