thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সাবেক তেলসম্রাটকে ক্ষমা করছেন পুতিন

২০১৩ ডিসেম্বর ২০ ০৫:৪৪:২৪
সাবেক তেলসম্রাটকে ক্ষমা করছেন পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি শিগগিরই জেলবন্দী সাবেক তেলসম্রাট মিখাইল খোদোর্কোভস্কিকে ক্ষমা করতে যাচ্ছেন। খবর বিবিসির।

পুতিন বলেছেন, তিনি এক দশক ধরে জেলে থাকা খোদোর্কোভস্কির কাছ থেকে একটি অনুরোধপত্র পেয়েছেন। সেখানে তার মায়ের মৃত্যুতে মানবিক দিক বিবেচনায় তাকে ছেড়ে দেয়ার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে খোদোর্কোভস্কির মুখপাত্র জানিয়েছেন, তার সঙ্গে দেখা না করে তারা কোনো মন্তব্য করবেন না। তবে খোদোর্কোভস্কির পরিবার তাকে মুক্ত দেখতে চায় বলেও জানিয়েছেন তারা।

এর আগে গত বুধবার অন্তত ২০ হাজার জেলবন্দীকে রাষ্ট্রীয় সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় আনতে সুপারিশ করেছেন সাংসদরা।

বার্ষিক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার পুতিন জানান, পুসি দাঙ্গাকালীন জেলে যাওয়া রকসঙ্গীতের এক সদস্য ও এক গ্রিনপিস কর্মীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়া হবে।

রাশিয়ার এক সময়ের সবচেয়ে ধনী খোদোর্কোভস্কি (৫০) ১০ বছর ধরে জেল খাটছেন। তার বিরুদ্ধে রয়েছে জালিয়াতি, চুরি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ। ২০১০ সালের ৫ এপ্রিল তাকে আদালতে হাজির করা হয়েছিল।

(দ্য রিপোর্ট/এসকে/রতিফ/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর