thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

উত্তর ওয়ারিজিস্তানে ৩৩ বিদ্রোহী নিহত

২০১৩ ডিসেম্বর ২০ ০৫:৫৬:৩৫
উত্তর ওয়ারিজিস্তানে ৩৩ বিদ্রোহী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের উত্তর ওয়ারিজিস্তানে নিরাপত্তারক্ষীদের হামলায় অন্তত ৩৩ জন সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে। খবর ডননিউজের।

আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় এ হামলা চালানো হয়। নিহতদের বেশিরভাগই উজবেক নাগরিক।

আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ওয়ারিজিস্তানের মীর আলী এলাকায় নিরাপত্তারক্ষীদের হামলায় অন্তত ১০ জন সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে। তারা নিরাপত্তারক্ষীদের আক্রমণের পরিকল্পনা করেছিল। নিহতদের অধিকাংশই উজবেক নাগরিক বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে বুধবার রাতে উত্তর ওয়ারিজিস্তানে নিরাপত্তারক্ষী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ২৩ বিদ্রোহী নিহত হয়।

কয়েকদিন আগে এক সামরিক চেকপয়েন্টে আত্মঘাতী হামলায় ৫ সৈন্য নিহত ও ৩৪ জন আহত হয়। এ হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এ অভিযান পরিচালনা করল।

(দ্য রিপোর্ট/এসকে/লতিফ/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর