thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

শেরপুরে বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

২০১৩ ডিসেম্বর ২০ ০৯:০৫:৫৭
শেরপুরে বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

শেরপুর সংবাদদাতা : শেরপুরে আমনে এবার ভালো ফলন ও দাম পাওয়ায় কৃষকরা বেশ খুশি। আমন কাটতে না কাটতেই বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মনের সুখে এবার তারা বোরোর বীজতলা ও জমি তৈরির কাজ করছেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগাম জাতের আমন ও বিনা-৭ জাতের ধান কেটে বোরো মৌসুমে বিআর-২৬, বিআর-২৮ ও উচ্চফলনশীল জাতের ধান আবাদের জন্য বীজতলা তৈরি করছেন। এবার তারা কৃষি বিভাগের পরামর্শে আদর্শ ও শুকনা বীজতলা তৈরি করছেন বলে জানান।

এ বিষয়ে শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ জানান, শেরপুর জেলায় এবার বোরো মৌসুমে প্রায় ৮৭ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে কৃষকরা আমন ধান কেটে বোরোর বীজতলা তৈরি শুরু করেছেন। বোরোর ভালো ফলনের লক্ষ্যে কৃষকদের আদর্শ বীজতলা তৈরি, সঠিক বয়সের চারা রোপণ, সুষম সার প্রয়োগ ও পার্চিং পদ্ধতি সম্পর্কে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে এবং উদ্বুদ্ধকরণ সভা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এসএম/এএস/লতিফ/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর