thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দক্ষিণ সুদানে তিন ভারতীয় শান্তিরক্ষী নিহত

২০১৩ ডিসেম্বর ২০ ১০:১১:৫৬
দক্ষিণ সুদানে তিন ভারতীয় শান্তিরক্ষী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ সুদানের জঙ্গেলেই প্রদেশে জাতিসংঘ কম্পাউন্ডে হামলায় ভারতের শান্তিরক্ষী বাহিনীর তিন কর্মী নিহত হয়েছেন। ভারতের জাতিসংঘের দূত অশোক মুখার্জি বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

নিউইয়র্কে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বৈঠকে এ খবর জানান অশোক।

দক্ষিণ সুদানের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী নুয়েরের বিদ্রোহীরা বৃহস্পতিবার অকোবো শহরে সংখ্যাগরিষ্ঠ দিনাকা আদিবাসী গোষ্ঠীর ওপর হামলা চালায়।

জাতিসংঘের একজন মুখপাত্র জানান, হামলাকারীরা জাতিসংঘ কম্পাউন্ডের শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া দিনকা সম্প্রদায়ের ৩২ জনকে লক্ষ্য করে আক্রমণ চালালে এ হতাহতের ঘটনা ঘটে। সেখানে ভারতের ৪৩ জন শান্তিরক্ষী কর্মী ছিলেন বলে জানান অশোক।

ওই কম্পাউন্ডের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে দিনকা ও নুয়ের সম্প্রদায়ের মধ্যে সম্ভাব্য গৃহযুদ্ধের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন দক্ষিণ সুদানের বিভিন্ন এলাকায় সংঘাত বাড়ায় ও সম্প্রদায়িক দাঙ্গায় নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের অনুগত সেনারা রাজধানী জুবায় রবিবার রাতে ক্ষমতা দখলের চেষ্টা করলে সংঘাত শুরু হয়। পরে তা সারাদেশে ছড়িয়ে পড়ে।

রবিবার থেকে চলা সংঘাতে সেখানে পাঁচশ’ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট সালভা কির দিনকা সম্প্রদায়ের ও ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচার নুয়ের সম্প্রদায়ের।

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/লতিফ/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর