thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

২০১৩ ডিসেম্বর ২০ ১০:৫৩:৫১
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ভোলা সংবাদদাতা : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক তসলিম (২৮) ও যাত্রী জুয়েল নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নজরুলনগরের চরনলুয়া বাজার থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. তছলিম (২৭) যাত্রী মো. নাইমকে (২০) নিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টায় তারা নজর আলী মাঝি বাড়ির সামনে পৌঁছে। এ সময় দ্রুতগতির কাকড়া ট্রলির সঙ্গে ভাড়ায় চালিত মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক তসলিম ও যাত্রী নাইম ঘটনাস্থলেই নিহত হন।

নিহত তসলিম ও নাইমের বাড়ি উপজেলার নজরুলনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বলে জানা গেছে।

শশীভূষণ উপজেলার এসআই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শশীভূষণ থানা পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রলি ও মোটরসাইকেলটি আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/বি/এএস/লতিফ/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর