thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

জোহরা তাজউদ্দীন আর নেই

২০১৩ ডিসেম্বর ২০ ১২:০২:৪৫
জোহরা তাজউদ্দীন আর নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীন আর নেই। তিনি শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

জোহরা তাজউদ্দীনের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত নভেম্বর মাসে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গেলে জোহরা তাজউদ্দীনকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির এপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়। এরপর কিছুটা সুস্থ হলে ১৭ ডিসেম্বর ঢাকায় এনে ফের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

বিকেল ৫টায় তার মরদেহ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আনা হবে। সেখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

জোহরা তাজউদ্দীনের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শোক প্রকাশ করেছেন।

জোহরা তাজউদ্দীন ১৯৭৫ সালে আওয়ামী লীগের চরম দুর্দিনে আহ্বায়ক হিসেবে দলের হাল ধরে সকলকে ঐক্যবদ্ধ করেছিলেন। জোহরা তাজউদ্দীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির মা।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের চরম দুর্দিনে তিনি আহ্বায়ক হিসেবে দলের হাল ধরে আওয়ামী লীগকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করেছিলেন। জোহরা তাজউদ্দীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ও গাজীপুর ৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য ও দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির মা। - See more at: http://www.kalerkantho.com/online/national/2013/12/20/32741#sthash.w0542Pru.dpuf

(দ্য রিপোর্ট/বিকে/শাহ/এইচএসএম/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর