thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

রিমেক চলচ্চিত্রে অজয়

২০১৩ ডিসেম্বর ২০ ১২:০২:৩২
রিমেক চলচ্চিত্রে অজয়

দ্য রিপোর্ট ডেস্ক : তামিল চলচ্চিত্র ‘কানচানা’-এর বলিউড রিমেকে অভিনয় করবেন অজেয় দেবগন। ছবিটি প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছেন তুষার কাপুর ও সাবিনা খান। পরিচালনা করবেন মূল ছবির পরিচালক রাঘাব লরেন্সই।

ইতোমধ্যে তামিল ওই চলচ্চিত্রের রিমেকের স্বত্ব কেনা হয়েছে। তবে হিন্দি ভাষায় রিমেক করতে যাওয়া এ ছবিটির টাইটেল এখনও ঠিক করা হয়নি। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তামিল চলচ্চিত্রটি ছিল ওই বছরের অন্যতম ব্যবসাসফল। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের আগস্টে ছবির শুটিং শুরু হবে।

(দ্য রিপোর্ট/ওএস/শাহ/এমসি/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর