thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

শীর্ষে স্পেন, বাংলাদেশ ১৬৪তম

২০১৩ ডিসেম্বর ২০ ১২:০৪:৩২
শীর্ষে স্পেন, বাংলাদেশ ১৬৪তম

দ্য রিপোর্ট ডেস্ক : টেবিলের সেরা ১০ ফুটবল খেলুড়ে দেশের মধ্যে জায়গার কোনো অদলবদল হয়নি। ফিফা প্রকাশিত বছরের শেষ র‌্যাঙ্কিং টেবিলে আগের স্থানেই রয়েছে ১০টি দল। টেবিলে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের অবস্থান ১৬৪তম।

বিশ্ব ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন রয়েছে এক নাম্বার স্থানে। চলতি বছর দেল বস্কের দল ৯টি জয়, ২টি ড্র ও একটিমাত্র ম্যাচে হেরেছে।

স্পেনের পরেই রয়েছে জার্মানি (দ্বিতীয়), আর্জেন্টিনা (তৃতীয়), কলম্বিয়া (চতুর্থ), পর্তুগাল (পঞ্চম), উরুগুয়ে (ষষ্ঠ), ইতালি (সপ্তম), সুইজারল্যান্ড (অষ্টম), নেদারল্যান্ডস (নবম) ও ব্রাজিল (দশম)।

এদিকে দক্ষিণ এশিয়ার মধ্যে ১৬৪তম স্থানে রয়েছে বাংলাদেশ। টেবিলে আফগানিস্তান ১৪০, ভারত ১৫৪, মালদ্বীপ ১৬৩, শ্রীলঙ্কা ১৬৯, পাকিস্তান ১৭২ ও ভুটান রয়েছে ২০৭তম স্থানে।

এছাড়া এশিয়ার মধ্যে টেবিলে সবার আগে রয়েছে ইরান। তাদের অবস্থান ৩৩তম। এছাড়া জাপান ৪৭ ও কোরিয়া প্রজাতন্ত্র যথারীতি রয়েছে ৫৪তম স্থানে।

(দ্য রিপোর্ট/সিজি/শাহ/এমডি/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর