thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নির্বাচন প্রতিহতের ঘোষণা ইসলামী আন্দোলনের

২০১৩ ডিসেম্বর ২০ ১২:১৭:০৩
নির্বাচন প্রতিহতের ঘোষণা ইসলামী আন্দোলনের

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলেছে দলটি।

দলটির প্রেসিডিয়াম সদস্য মুফতি মুসাদ্দেক বিল্লাহ আল মাদানি শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে বলেন, ‘৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন কোনোভাবেই হতে দেয়া হবে না।’ একতরফা নির্বাচন বাতিল এবং রাজনৈতিক সংঘাত ও সহিংসতা বন্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী ইসলামী আন্দোলন এ মানববন্ধনের আয়োজন করে।

দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হয়েছে উল্লেখ করে মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘তত্ত্বাবধায়ক বাতিল করে আপনিই সংকট তৈরি করেছেন। দেশব্যাপী সহিংসতার জন্য আপনিই দায়ী। তাই আপনাকেই এর সমাধান করতে হবে। নির্দলীয় সরকারের ব্যবস্থা করে পদত্যাগ করুন। জনগণকে মুক্তি দিন।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘আপনার অধিকাংশ উপদেষ্টা নাস্তিক। তারা দলালি করে আপনাকে ভুল পরামর্শ দেন। তাদের থেকে আপনি সাবধান হন।’

দলটির মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, ‘রাজনৈতিক দানবদের কাছে দেশ জিম্মি হয়ে পড়েছে। শতশত লাশ পড়ছে, গাড়ি-বাড়ি পুড়ছে। কিন্তু এতেও তাদের কোনো কর্ণপাত নেই।’

তিনি বলেন, ‘অনেকেই বলেন দুই নেত্রী একসঙ্গে বসলেই এর সমাধান হবে। কিন্তু তা হবে না। জনগণই এর সমাধান করবে।’

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরী সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান, গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আলম, দফতর সম্পাদক নোমান হোসেন জাফরী, মাওলানা রেফাত উদ্দিন, আবু সাঈদ সিদ্দিকী, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম প্রমুখ।

(দ্য রিপোর্ট/কেএ/এমসি/লতিফ/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর