thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মোহাম্মদপুরে যুবকের মৃত্যু

২০১৩ ডিসেম্বর ২০ ১২:৪৫:৫৭
মোহাম্মদপুরে যুবকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রাতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে তৌফিকুল ইসলাম ইমন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার রাত ১২টার সময় মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ৬নং রোডের ৩৫২/১০ নং বাসার ৪র্থ তলায় তার মৃতদেহ পাওয়া যায়। তার বাবার নাম নুরুল ইসলাম বাবলু, গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলা সদরের নতুন শহর গ্রামে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তদন্ত শেষেই তা বলা সম্ভব। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ইমনের কাছে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা আছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এছাড়া আমার কোনো উপায় ছিল না।’

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/শাহ/এমডি/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর