thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নাইক্ষ্যংছড়িতে মাইন উদ্ধার

২০১৩ ডিসেম্বর ২০ ১২:৫০:২১
নাইক্ষ্যংছড়িতে মাইন উদ্ধার

বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তবর্তী ৪৬নং পিলারের নোম্যান্সল্যান্ড এলাকা থেকে ৪টি মাইন উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত ৮টায় এ সব মাইন উদ্ধারকাজ সম্পন্ন হয়।

স্থানীয় সূত্র জানায়, মিয়ানমারের লুনটিন বাহিনী সম্প্রতি তাদের সীমান্তে দেওয়া কাঁটাতার চুরি রোধ ও আরএসও সংগঠনের নেতাদের প্রবেশ ঠেকাতে এসব মাইন বাংলাদেশের অভ্যন্তরে পুঁতে রাখে। বৃহস্পতিবার দুপুরে কাঠুরিয়ারা সীমান্তে গেলে এসব মাইন দেখতে পেয়ে স্থানীয় বর্ডার অবজারবেশন পোস্টে (বিওপি) খবর দিলে বিজিবি সদস্যরা এসব মাইন উদ্ধার করেন।

নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমান্ডার মো. সফিকুর রহমান দ্য রিপোর্টকে জানান, বিস্ফোরক জাতীয় কয়েকটি বস্তু উদ্ধার করা হয়। এসব বড় আকারের কোনো বিস্ফোরক নয়। তবে সীমান্তে যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিজিবি সর্বাত্মক সজাগ রয়েছে।

(দ্য রিপোর্ট/জেডআর/শাহ/এএস/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর