thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সাতক্ষীরায় দোকানে আগুন, দগ্ধ এক

২০১৩ ডিসেম্বর ২০ ১৩:০৪:৩০
সাতক্ষীরায় দোকানে আগুন, দগ্ধ এক

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতাবাজারে দুটি দোকানে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুনে দগ্ধ হয়েছেন শাহী বস্ত্রালয়ের মালিক আব্দুল্লাহ সরদার। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে নলতাবাজারের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিলার ও হার্ডওয়ারের দোকান মেসার্স মোড়ল স্টোর ও শাহী বস্ত্রালয়ে আগুন লাগায় দুর্বৃত্তরা।

আগুনে দোকানে ঘুমিয়ে থাকা শাহী বস্ত্রালয়ের মালিক আব্দুল্লাহ সরদার দগ্ধ হন। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আযম খান দ্য রিপোর্টকে বলেন, কারা আগুন লাগিয়েছে বা কী কারণে আগুন লাগানো হয়েছে, তার কারণ অনুসন্ধানের চেষ্টা করছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এমআর/শাহ/এফএস/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর