thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজাপুরে ব্যবসায়ী খুন, নারী আটক

২০১৩ ডিসেম্বর ২০ ১৩:০৮:৪৫
রাজাপুরে ব্যবসায়ী খুন, নারী আটক

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকাপোল বাজারের মুদি ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪৫) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে রফিকুলের মৃতদেহ পাশের বড় গালুয়া গ্রামের শুক্কুর আলীর ঘর থেকে উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডে শুক্কুর আলীর পরিবারের কেউ জড়িত আছে কিনা, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে বলেন, ‘গলা কেটে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকতে পারে এমন সন্দেহে শুক্কুর আলীর স্ত্রী মাহিনুর বেগমকে (৩৮) আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এএস/শাহ/এনডিএস/ডিসেম্বর ২০,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর