thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

জিএম কাদেরের সংবাদ সম্মেলন

নির্বাচনে নেই জাপা : এরশাদ

২০১৩ ডিসেম্বর ২০ ১৩:১৭:২৭
নির্বাচনে নেই জাপা : এরশাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টি নির্বাচনে নেই বলে আবারো দাবি করলেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছোটভাই জিএম কাদের। তিনি বলেছেন, ‘এখন থেকে আমি এবং দলের মহসচিব রুহুল আমিন হাওলাদার এরশাদের নির্দেশনা জানাব।’

রাজধানীর উত্তরা মডেল টাউনের নিজ বাসভবনে শুক্রবার দুপুর ১২টা ৩৫ মিনিটে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাপার প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের বলেন, ‘দলের চেয়ারম্যান ও আমি নমিনেশন প্রত্যাহার করেছিলাম। কিন্তু আমাদের প্রত্যাহারপত্র গ্রহণ করা হয়নি। আমরা এখনো মন্ত্রী ও এমপি আছি, এটা সঠিক নয়। আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি এখন গেজেট প্রকাশের দায়িত্ব সরকারের।’

এদিকে সংবাদ সম্মেলনের পরপরই শতাধিক পুলিশ ও র‌্যাব জিএম কাদেরের বাসভবনের সড়কে অবস্থান নেয়। দুপুর ১টার দিকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক আওয়ামী লীগকর্মী জিএম কাদেরের বাসভবনের সামনের সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে তারা জিএম কাদেরের বাসভবনের সামনে দাঁড়িয়ে ‘পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ‘দালালদের বিরুদ্ধে ডায়রেক্ট এ্যাকশন’ স্লোগান দেয়।

জিএম কাদের বলেন, ‘জাপা চেয়ারম্যান মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়ে যখন সিদ্ধান্ত নিয়েছেন এবং পদত্যাগপত্র যখন প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়েছেন তখন থেকে আমরা মন্ত্রী নেই। আমিও মন্ত্রী নেই। পতাকা ও সুযোগ-সুবিধা ব্যবহার করছি না।’

জিএম কাদের বলেন, ‘যেহেতু আমাদের পার্টির চেয়ারম্যান সম্মিলিত সামরিক হাসপাতালে আছেন। সেহেতু উনি কথা বলতে পারছেন না। তাই জাতীয় পার্টি ও এরশাদের বক্তব্য হিসেবে আমি ও রুহুল আমীন হাওলাদার ছাড়া আর কারও বক্তব্য গ্রহণযোগ্য হবে না। এটাই এরশাদের নির্দেশ।’

সংবাদ সম্মেলনে বিভিন্ন কারণে অনেক কিছু বলতে পারছি না দাবি করে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান।

(দ্য রিপোর্ট/এসএ/শাহ/এসবি/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর