thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মণিরামপুরে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

২০১৩ ডিসেম্বর ২০ ১৪:০৪:১৪
মণিরামপুরে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

যশোর সংবাদদাতা : যশোরের মণিরামপুর উপজেলার মোহনপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ দু্ই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো- উপজেলার কামালপুর গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে ইউনুস শেখ ও শেখপাড়া খানপুর গ্রামের শামছু শেখের ছেলে আব্দুল্লাহ আল মামুন।

র‌্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর আহসান হাবীব রাজীব দ্য রিপোর্টকে জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মণিরামপুরের সন্ত্রাসী ইউনুস শেখ তার সহযোগীকে নিয়ে ভ্যানযোগে মাছনা যাচ্ছে। এ খবর পেয়ে র‌্যাব সদস্যরা মোহনপুর বটতলায় অবস্থান নেন। ভোর ৫টার দিকে তাদের ভ্যানটি ওই স্থান অতিক্রমকালে গতিরোধের নির্দেশ দেয়া হয়। এ সময় ইউনুস শেখ ও তার সহযোগী পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি ৭ দশমিক ৬৫ বোরের এমএম পিস্তল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন মেজর রাজীব।

(দ্য রিপোর্ট/জেএম/শাহ/এএস/লতিফ/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর