thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

দ. আফ্রিকাকে অতীতে নিয়ে গেলো ভারত

২০১৩ ডিসেম্বর ২০ ১৪:০৬:৩০
দ. আফ্রিকাকে অতীতে নিয়ে গেলো ভারত

দ্য রিপোর্ট ডেস্ক : হোম সিরিজে ভারতের বিপক্ষে এতো বাজে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নেই দক্ষিণ আফ্রিকার! প্রথম টেস্টের দ্বিতীয় দিনে গ্রায়েম স্মিথের দলকে সেই স্বাদ দিয়েছে সফরকারীরা। দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে স্বাগতিকরা।

উদ্বোধনী জুটিতে দারুণ খেলেছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ ও সতীর্থ আলভিরো পিটারসেন। এই জুটিতে এসেছে ১৩৭ রান। ইশান্ত শর্মার বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন পিটারসেন (২১)।

স্মিথের বিদায়ের পরই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছে ভারতীয় বোলাররা। দলের ১৪৬ রানের মধ্যে স্বাগতিকদের ৫ ব্যাটসম্যানকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন তারা। আউট হয়েছেন হাশিম আমলা (৩৬), জ্যাক ক্যালিস (০), স্মিথ (৬৮), জেপি ডুমিনি (২) ও এবি ডি ভিলিয়ার্স (১৩)। দুটি করে উইকেট নিয়েছেন ইশান্ত ও মোহাম্মদ শামি। আর একটি নিয়েছেন জহির খান।

এর মধ্য দিয়ে হোম সিরিজে স্বাগতিকদের ব্যাটিংবিপর্যয়ের পুরোনো স্মৃতি নতুন করে মনে করিয়ে দিয়েছে ভারত। ১৯৯৬ সালেও সফরকারীদের বিপক্ষে এমন অভিজ্ঞতা হয়েছিল দক্ষিণ আফ্রিকার। সেবার দ্বিতীয় ইনিংসে ২১ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিল তারা। ১৬৪/৪ থেকে ১৮৫ রান করতেই ৫ উইকেট হারিয়েছিল দলটি।

অবশ্য শেষদিকে দলের হাল ধরেছেন ভেরনন ফিল্যান্ডার ও ডু প্লেসিস। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে পরে আর উইকেট হারায়নি দক্ষিণ আফ্রিকা। ৪৮ রানে ব্যাট করছেন ফিল্যান্ডার। আর ১৭ রানে অপরাজিত রয়েছেন প্লেসিস।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ২১৩/৬ (স্মিথ ৬৮, ফিল্যান্ডার ৪৮*; ইশান্ত ৩/৬৪)

ভারত প্র্রথম ইনিংস : ২৮০ (কোহলি ১১৯, রাহানে ৪৭; ফিল্যান্ডার ৪/৬১)

(দ্য রিপোর্ট/সিজি/শাহ/লতিফ/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর