thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৬

২০১৩ ডিসেম্বর ২০ ১৪:৩৩:৪২
ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৬

দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকে পৃথক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৬ জন শিয়া তীর্থযাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার এসব হামলা চালানো হয়।

সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে বাগদাদের দোউরা এলাকায়। সেখানে আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দিলে ১৬ শিয়া তীর্থযাত্রী নিহত ও ৩১ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিহতদের মধ্যে রয়টার্সের সাবেক প্রতিবেদক মুহানাদ মাহমুদ ও তার ছেলেও রয়েছেন।

অন্যদিকে, বাগদাদ থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে লাতিফিয়া এলাকায় শিয়া তীর্থযাত্রীদের ওপর চালানো হামলায় নয়জন নিহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে। একই এলাকায় আরেকটি আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন আরো ১১ জন।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেননি। (সূত্র: রয়টার্স)

(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর