thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

‘তামাশার নির্বাচন বন্ধ করুন’

২০১৩ ডিসেম্বর ২০ ১৪:৩৭:৪৬
‘তামাশার নির্বাচন বন্ধ করুন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : শেখ হাসিনাকে তামাশার নির্বাচন বন্ধ করে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহাবুব হোসেন।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্চে শুক্রবার দুপুরে ‘বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট ও বিদেশিদের সম্পৃক্ততা’ র্শীষক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

খন্দকার মাহাবুব বলেন, ‘জাতীয় সংসদ বাতিল করে র্নিদলীয় নিরপেক্ষ নির্বাচনের তফসিল ঘোষণা করুন। কেননা বাংলাদেশের জনগণ এ তামাশার নির্বাচন মেনে নেবে না। আর আপনারা যদি তা না করেন তবে একাদশ সংসদে আসাতো দূরের কথা দশম সংসদেও আসতে পারবেন না।’

তিনি নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেন, ‘আপনারা ঠিক করেছেন নির্বাচনের সময় সেনাবাহিনী নামাবেন। কিন্তু সেনাবাহিনী ছেলে খেলার জিনিস নয়। দেশের এমন একটি পরিস্থিতিতে আপনারা সেনাবাহিনী নামিয়ে নাটক করলে বাংলার জনগণ তা মেনে নেবে না।’

তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘শেখ হাসিনার একটাই স্বপ্ন, আজীবন ক্ষমতায় থাকা। আর তাই তিনি ক্ষমতা ছাড়ছেন না।’

খন্দকার মাহাবুব বলেন, ‘শেখ হাসিনা একদিকে বলে বেড়াচ্ছেন আমি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করছি। আরেকদিকে ক্ষমতা ছাড়ছেন না। দুটি জিনিস একসঙ্গে কিভাবে সম্ভব হয়?’

আলোচনা সভায় বিএনপির উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য রুহুল আলম চৌধুরী বলেন, ‘বিদেশি রাষ্ট্র যদি মনে করে আপনারা আমাদের ভাই-ভাইয়ের মধ্যে সংঘাত সৃষ্টি করবেন, তাহলে এর জন্য আমাদের পাশাপাশি আপনাদেরও এর দায়ভার নিতে হবে।’

তিনি বিদেশি রাষ্ট্রকে উদ্দেশ করে বলেন, ‘আমরা সংঘাত চাই না, সমঝোতা চাই। আপনারা আমাদের সাহায্য করুন সমঝোতার জন্য।’

তিনি ভারতকে উদ্দেশ করে বলেন, ‘ভারত যদি মনে করে স্বাধীনতার এ ৪২ বছর পরও বাংলাদেশের জনগণ আপনাদের পরাধীনতা মেনে নেবে, তাহলে এটা আপনাদের ভুল ধারণা।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা নুরুল আফসার বাহাদুর। এ ছাড়াও সভায় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএম/শাহ/এনডিএস/ডিসেম্বর ২০,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর