thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সেই তাজুলের বাবা ট্রেনে কাটা পড়ে নিহত

২০১৩ ডিসেম্বর ২০ ১৪:৫৭:০৯
সেই তাজুলের বাবা ট্রেনে কাটা পড়ে নিহত

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে মহব্বত আলী (৯৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের মৌতাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অবরোধকারীদের নাশকতার হাত থেকে ২৭ নভেম্বর প্রায় ৫০০ যাত্রীসহ মেঘনা এক্সপ্রেস রক্ষাকারী তাজুল ইসলামের বাবা মহব্বত আলী। মহব্বত আলী শাহরাস্তি উপজেলার ঢসুয়া মিজিবাড়ির মৃত রওশন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেললাইনের পথ ধরে প্রতিদিনের মতো ঘুরতে বের হন মহব্বত। এ সময় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসে কাটা পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে থানা পুলিশ।

(দ্য রিপোর্ট/এমবি/শাহ/এএস/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর