thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আওয়ামী লীগের সাংগঠনিক সফর ২৩-২৭ ডিসেম্বর

২০১৩ ডিসেম্বর ২০ ১৫:২০:১৭
আওয়ামী লীগের সাংগঠনিক সফর ২৩-২৭ ডিসেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশে বিএনপি-জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ জেলাগুলোতে সফরের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ২৩ ডিসেম্বর থেকে এ সফর শুরু হবে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে দলটির সহযোগী সংগঠনের এক জরুরি যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশে বিরাজমান আর্থ-সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত বিভিন্ন টিম সাতক্ষীরা, নড়াইল, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম জেলায় সাংগঠনিক সফরের সিদ্ধান্ত নিয়েছে।

সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধী জামায়াত-শিবির ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় দেশে হত্যা, খুন, লুটতরাজ, অগ্নিসংযোগ, বোমাবাজি, বৃক্ষ নিধন, সড়ক-মহাসড়কের ক্ষতিসাধন করা হচ্ছে।

বক্তারা বলেন, পাকিস্তানের প্রেসক্রিপশন অনুযায়ী দেশে একটি নৈরাজ্য ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে বিএনপি-জামায়াত। তারা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে বিনষ্ট করে দেশকে অকার্যকর, জঙ্গী ও তালেবানী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হয়েছে।

এদের বিরুদ্ধে দেশের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় সভা থেকে।

যৌথসভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মীর্জা আজম এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছার, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এমপি, সাধারণ সম্পাদক অপু উকিল এমপি, ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, যুবলীগ নেতা আতাউর রহমান আতা, মঞ্জুরুল আলম শাহীন, কৃষক নেত্রী উম্মে কুলসুম স্মৃতি, স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল, তাঁতী লীগের সাধনা দাস গুপ্ত প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এসবি/এমএআর/রাসেল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর