thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ইরান নিষেধাজ্ঞা ইস্যুতে ভেটো দেবেন ওবামা

২০১৩ ডিসেম্বর ২০ ১৫:৫০:০৫
ইরান নিষেধাজ্ঞা ইস্যুতে ভেটো দেবেন ওবামা

দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন সিনেটে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে কোনো বিল উত্থাপিত হলে ভেটো দেবেন বারাক ওবামা। হোয়াইট হাউসের তরফ থেকে বৃহস্পতিবার এ খবর জানানো হয়েছে।

এর আগে ডেমোক্রেটিক ও রিপাবলিকান সিনেটররা ইরান পারমানবিক চুক্তি না মানলে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব আনেন।

তবে হোয়াইট হাউস এ বিষয়ে সতর্ক করে জানিয়েছে, এ ধরনের বিল পাস হলে ইরান সমঝোতা চুক্তি থেকে সরে এসে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখতে পারে।

এ ব্যাপারে হোয়াইট হাউসের মুখপাত্র জে করনি জানান, এ ধরনের কোনো পদক্ষেপ নেয়া অপ্রয়োজনীয়।

তিনি বলেন, ‘আমরা মনে করি না, এ ধরনের কোনো পদক্ষেপ নেয়ার প্রয়োজন আছে। যদি সিনেটে বিলটি উত্থাপন করা হয়, প্রেসিডেন্ট স্বয়ং এতে ভেটো দেবেন।’

তবে এবছর মার্কিন সিনেটে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিল উত্থাপন করার সম্ভাবনা নেই। চলতি সপ্তাহেই এ বছরের মতো মার্কিন সিনেট অধিবেশন বন্ধ হয়ে যাবে। (সূত্র: এএফপি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/রাসেল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর