thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

গাজীপুরে মাছুমা টেক্সটাইলে আগুন

২০১৩ ডিসেম্বর ২০ ১৫:৫৩:৪০
গাজীপুরে মাছুমা টেক্সটাইলে আগুন

গাজীপুর সংবাদদাতা : গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় গিভেন্সি গ্রুপের মাছুমা টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১টায় আগুনের সূত্রপাত হয় এবং বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনিপুর এলাকায় মাছুমা টেক্সটাইলের ভেতরে হঠাৎ করে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এএস/রাসেল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর