thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মুখ খুললেন মুশাররফ

২০১৩ ডিসেম্বর ২০ ১৬:০৯:৪৬
মুখ খুললেন মুশাররফ

দ্য রিপোর্ট ডেস্ক : আটমাস আগে গৃহবন্দি হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ।

বৃহস্পতিবার পাকিস্তানের দুইটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে মুশাররফ জানান, তিনি বিচারের মুখোমুখি হবেন। একইসঙ্গে তিনি দেশ থেকে পালিয়ে যাবেন না বলেও জানান।

মুশাররফের বিরুদ্ধে বেনজির ভুট্টো হত্যা ষড়যন্ত্র, বুগতি হত্যা মামলা, লাল মসজিদে সেনা অভিযান ও বিচারকদের বরখাস্ত করার অভিযোগ রয়েছে।

সাক্ষাৎকারে মুশাররফ এসব অভিযোগের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেন; একইসঙ্গে তার বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও অস্বীকার করেন।

তালেবান ইস্যু নিয়েও এসময় আলাপ করেন মুশাররফ। তিনি বলেন, ‘তালেবানরাও আমাদের দেশেরই নাগরিক। তাই আমাদের উচিত তাদের সঙ্গে আলোচনা করা। তবে তাদের কখনোই ক্ষমা করা উচিত নয়।’

তিনি আরো জানান, পাকিস্তান সরকার যদি সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে দেশের অর্থনীতিতে স্থিরতা আসবে না।

আগের সব মামলাতেই জামিন পেয়েছেন মুশাররফ। তবে আগামী সপ্তাহে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আদালতে হাজির হতে হবে তাকে।

আগের মামলাগুলোতে জামিন পাওয়ার পর গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি পান মুশাররফ। তবে নিরাপত্তা জনিত কারণে ইসলামাবাদের একটি বাড়িতে অবরুদ্ধ দিন কাটাচ্ছেন তিনি। মুশাররফের বিদেশে ভ্রমণের ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন মুশাররফ। ২০০৮ সালে দেশটিতে গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত হলে ক্ষমতাচ্যুত হন তিনি। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/রাসের/ ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর